Top
সর্বশেষ

সিরিজ নিশ্চিত আগেই, এবার মিশন হোয়াইটওয়াশ

২৫ জানুয়ারি, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
সিরিজ নিশ্চিত আগেই, এবার মিশন হোয়াইটওয়াশ

ইতিমধ্যে মিরপুরে টানা দুই ওয়ানডে জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এবার ওয়েস্ট ইন্ডিজকে  হোয়াইটওয়াশ করার মিশন পূর্ণ করতে চায় বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচ শুরু বেলা সাড়ে ১১ টায়।

ওয়ানডেতে ১৩ বার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আজ ম্যাচ জিতলে ১৪ বার এই গৌরব অর্জন করবে এবং ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার ধবলধোলাই করবে বাংলাদেশ। প্রথমবার ২০০৯ সালে নিজেদের মাঠেই বাংলাদেশের কাছে ৩-০তে হেরেছিল ক্যারিবিয়ানরা।

সিরিজের দুটি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে বাংলাদেশ। অধিনায়ক তামিম ইকবাল গতকাল বলেছেন, আজ তৃতীয় ম্যাচেও পয়েন্ট হাতছাড়া করতে চান না। তিন ম্যাচের সিরিজে শতভাগ পয়েন্ট অর্জনই তামিমের টার্গেট। আর ম্যাচটা জিতলেই পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে আসবে বাংলাদেশ, সামনে থাকবে শুধু ৪০ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া।

এদিকে গতকাল বিসিবি সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশের একাদশে পরিবর্তন আসবে। একাদশ থেকে বাদ পড়বেন দুই ম্যাচে উইকেট-শূন্য থাকা রুবেল হোসেন। তার জায়গায় একাদশে ফিরবেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এমনকি সম্ভাবনা আছে হাসান মাহমুদকে বসিয়ে তাসকিন মাঠে নামানোর।

শেয়ার