Top
সর্বশেষ

তালিকাভুক্ত কোম্পানিগুলোকে নিয়মিত এজিএম-ইজিএম করার নির্দেশ

১২ জুলাই, ২০২০ ১:২০ অপরাহ্ণ

আগের মতো নির্ধারিত সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মূল্য সংবেদনশীল তথ্যের (পিএসই) সব কার্যক্রম, এজিএম ও ইজিএম করার নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (৮ জুলাই) এ বিষয়ে বিএসইসি একটি নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

নির্দেশনা অনুযায়ী, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে করতে পারবে। তবে এ ক্ষেত্রে যাতে বিনিয়োগকারীদের কোনও স্বার্থ ক্ষুণ্ন না হয় সেদিকে লক্ষ রাখার কথা বলা হয়েছে।

এ নির্দেশনার বিষয়টি তালিকাভুক্ত সব কোম্পানিকে জানিয়ে দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ, করোনা পরিস্থিতির কারণে এ বছরের ২৪ মার্চ সাময়িক সময়ের জন্য ছাড় দিয়ে একটি নির্দেশনা দিয়েছিলো বিএসইসি।

শেয়ার