Top

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি-আ’লীগ পাল্টা-পাল্টি কর্মসূচী, ১৪৪ ধারা জারী

০৫ সেপ্টেম্বর, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি-আ’লীগ পাল্টা-পাল্টি কর্মসূচী, ১৪৪ ধারা জারী
পাবনা প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়ায় উপজেলায় সোমবার বিএনপি ও আওয়ামীলীগ পাল্টাপাল্টি কর্মসূচী ঘোষণা করায় প্রশাসন ১৪৪ ধারা জারী করেছে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী তেল,পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সোমবার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিলের ডাক দেয়। এদিকে স্থানীয় আওয়ামীলীগ বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে পাল্টা কর্মসূচী ঘোষণা করে।

এতে আইন শৃংখলার বিঘ্ন ঘটার আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান রোববার রাত ৮টায় উপজেলা সদর শরৎনগর বাজার ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারী করেছেন। এই আদেশে সোমবার সকাল ৮টা হতে রাত ১২ পর্যন্ত অত্র এলাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

শেয়ার