Top

সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

০৫ সেপ্টেম্বর, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ও পিপুলবাড়িয়া বাজারে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি রোববার বিকেলে বাগবাটি ও পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি এ তথ্য নিশ্চিত করে জানান, সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে ন্যানে ফুটওয়্যারকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের সাথে প্রতারণার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর একই এলাকার বাগবাটি বাজারে অবৈধভাবে সার মজুত করার দায়ে আশরাফুল ট্রেডার্সকে ১০ হাজার টাকা, রেইজ ফুটওয়্যারকে ১০ হাজার টাকা, তাসকিন ফার্মেসিকে তাপ সংবেদনশীল মেডিসিন যথাযথভাবে সংরেক্ষণ না করায় ৩ হাজার টাকা ও দোকানে মূল্য তালিকা না থাকায় রাতুল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও সাব্বির এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শেয়ার