Top
সর্বশেষ

যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবসার ফাঁদে ফেলে সর্বশান্ত ও মারধরের অভিযোগ

০৫ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
যুবলীগ নেতার বিরুদ্ধে ব্যবসার ফাঁদে ফেলে সর্বশান্ত ও মারধরের অভিযোগ
মো. জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি শামিউল হক লিটনের বিরুদ্ধে ব্যবসার ফাঁদে ফেলে একটি পরিবারকে সর্বশান্ত ও মারধরের অভিযোগ উঠেছে।

শেয়ারে ব্যবসার নামে বিনিয়োগ করা প্রায় ১৩ লাখ টাকা প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার। সোমবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের বিশ্বরোড মোড়ের একটি অফিসে এই সংবাদ সম্মেলন করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়া-বালুবাগান মহল্লার শামিম হায়দারের ছেলে তারেক আজিজ সাদ্দাম ও তার পরিবার।

সংবাদ সম্মেলনে তারেক আজিজ সাদ্দাম বলেন, আমি দীর্ঘদিন ধরে সুপেয় পানির ট্রিটমেন্টে কাজ করি। এরই ধারাবাহিকতায় একটি কোম্পানি আমাকে দেশে বেসরকারি পর্যায়ে প্রথম হাতের স্পর্শ ছাড়াই ভোক্তা পর্যায়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প তৈরির প্রস্তাব দেয়। চলতি বছরের জানুয়ারী মাসে প্রথম দুই লাখ টাকা বিনিয়োগ করি। পরে আরও আনুষঙ্গিক খরচ মিলিয়ে আমার খরচ হয় ৪ লাখ ২০ হাজার টাকা। এক বড় ভাই এই প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে চাইলেও ব্যাংক ঋণ না পাওয়ায় তিনি তা দিতে পারেননি। এমন সময়ে ব্যবসায়ে যুক্ত হন সাবেক যুবলীগ নেতা শামিউল হক লিটন।

তিনি আরও বলেন, কয়েকদফায় বিজনেস প্রোফাইল ও প্রজেক্ট ফাইল দেখার পানির প্ল্যান্টের ব্যবসার বাকি অর্থ বিনিয়োগ করতে রাজি হন ব্যবসায়ী শামিউল হক লিটন। এই প্রকল্পে মোট খরচের ২৬ লাখের মধ্যে আমি ১৩ লাখ ও বাকি ১৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন লিটন। যার সকল তথ্য প্রমাণ রয়েছে আমার কাছে। আলোচনার ভিত্তিতে চুক্তিপত্র অনুযায়ী, দুইজনের মধ্যে শেয়ারের অনুপাত হয় আমার ৪৮ শতাংশ ও শামিউল হক লিটনের ৫২ শতাংশ। এর প্রেক্ষিতে কোম্পানি থেকে তাদের লোকজন সকল মেশিন ও সরঞ্জাম স্থাপন করে যায়। এরপর প্রতিষ্ঠানটি উৎপাদনে যায় ও বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করে। কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান চালু হওয়ার পর থেকেই নানারকম টালবাহানা শুরু করে শামিউল হক লিটন।

তারেক আজিজ সাদ্দাম অভিযোগ করে বলেন, চালুর কয়েকদিন পরই শুনতে পায় আগের চুক্তিপত্র ভেঙে নতুন করে নিজের নামে সবকিছু করে নিয়েছে শামিউল হক লিটন। এমনকি সে আমার সাথে যোগাযোগও বন্ধ করে দেয়। ফোন দিলে ফোন ধরে না, ব্যবসা প্রতিষ্ঠানকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এদিকে, ধারদেনা করে বিনিয়োগ করা টাকা নিয়ে আমার পরিবারে ঝামেলা শুরু হলে আমি তার কাছে ব্যবসা ছেড়ে দেয়ার সিধান্ত নেয়। পরে গত ২৪ আগস্ট দেখা করলে পরিবারের লোকজনকে নিয়ে ডাকলে পরদিন ২৫ আগস্ট তার বাসায় গেলে টাকা প্রদানের কথা অস্বীকার করে লোকজন নিয়ে আমার ও বাবার উপর হামলা করে। অথচ এর আগে বলেছিল, তুমি ছেড়ে দিতে চাইলে এক লাখ টাকা বেশি দিয়ে আমি পুরো প্রতিষ্ঠান নিয়ে নিব।

সংবাদ সম্মেলনে তারেক আজিজ সাদ্দামের মা শামিমা বেগম বলেন, বাড়ির মহিলাদের গহনা ও জমির দলিল বন্ধক রেখে বিভিন্ন জায়গা থেকে লোন নেয়া টাকা বিনিয়োগ করা হয়েছে। কিন্তু লিটন এখন সব অস্বীকার করে দখল করে নিয়েছে। কার কাছে যাব, কোথায় যাব কেউ আমাদের সহযোগিতা করতে পারবে না বলছে। লিটনের লোকজন প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। আমরা পুরো পরিবার নিয়ে এখন প্রাণনাশের হুমকি নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছি।

এবিষয়ে মুঠোফোনে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও জেলা যুবলীগের সাবেক সভাপতি ও ব্যবসায়ী শামিউল হক লিটন ফোন রিসিভ করেননি।

শেয়ার