Top

বগুড়ায় গুড়ায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানা সিলগালা

০৬ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ
বগুড়ায় গুড়ায় ভেজাল পশুখাদ্য তৈরির কারখানা সিলগালা
বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় ভেজাল পশুখাদ্য প্রস্তুতের অপরাধে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠান সিলগালা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় চলা অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শেরপুর উপজেলার মির্জাপুরে এক ব্যবসায়ী বেনামী একটি প্রতিষ্ঠানে ভেজাল পশুখাদ্য প্রস্তুত করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভেজাল পশুখাদ্য প্রস্তুতের অপরাধে শামিম শেখ নামে ওই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তার বেনামী প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া হয়।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

শেয়ার