Top

সিরিয়াল ভেঙে টিকা দেওয়ায় পরেও স্বাস্থ্যকর্মীকে মারধর

০৬ সেপ্টেম্বর, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
সিরিয়াল ভেঙে টিকা দেওয়ায় পরেও স্বাস্থ্যকর্মীকে মারধর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ইপিআই টিকাদানকারী এক স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীনের ফোনে সুপারিশের পর সিরিয়াল ভেঙে এক মহিলার বাচ্চাকে টিকা দেয়ার পরেও তার বাবা ওই স্বাস্থ্যকর্মীকে মারধর করেছেন।

সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভা থেকে বাসায় ফেরার পথে নিজ বাড়ির সামনে পৌরসভার স্বাস্থ্যকর্মী সুব্রত ঘোষকে রাস্তায় ফেলে মারার অভিযোগ উঠেছে পৌরসভার বটতলাহাট কালিগঞ্জ বাবুপাড়া মহল্লার আহমেদ আলী তুফানের ছেলে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য পরিদর্শক, কাউন্সিলর, পৌর নির্বাহী কর্মকর্তা, অভিযুক্ত ব্যক্তি সূত্রে জানা যায়, সোমবার (০৫ সেপ্টেম্বর) ০৬ নম্বর ওয়ার্ডে ইপিআই টিকাদান কর্মসূচির ছিল।

সকালে স্থানীয়ভাবে মাইকিং করে টিকাদান কার্যক্রম শুরু হয় মাঝপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

এসময় সকাল থেকেই লাইন ধরে ধারাবাহিকভাবে টিকা দেয়া হচ্ছিল। পরে টিকা দিতে দেরি হওয়াকে নিয়ে ঘটনার জেরে স্বাস্থ্যকর্মী সুব্রত ঘোষকে মারধর করা হয়। স্বাস্থ্যকর্মী সুব্রত ঘোষ বলেন, নিয়ম অনুযায়ী মাসের প্রতি বৃহস্পতিবার ও সোমবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে টিকা প্রদান করা হয়।

টিকা পুশ করার পূর্বে শিশুটি নিদিষ্ট ওয়ার্ডের কোন এলাকার এবং ওয়ার্ড ও পৌরসভার বাইরে কি না তা নিশ্চিত করেন আরও বাকি দুইজন স্বাস্থ্যকর্মী। তারা নথিভুক্ত করে আমার কাছে পাঠানোর পর আমি টিকা প্রদান করি। কিন্তু মোহাম্মদ আলীর মেয়ের ঠিকানা পৌরসভার বাইরে হওয়ায় টিকা দিতে বাড়তি কাজের জন্য কিছুটা দেরি হয়।

পরে এনিয়ে আমাকে ফোন দেয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীন। আমাকে ফোন দিয়ে সুপারিশ করলে লাইনের সিরিয়াল ভেঙে মেয়েটিকে টিকা প্রদান করি। তিনি আরও বলেন, টিকা গ্রহণ করার পর স্বাভাবিকভাবেই বাসায় ফিরে যায় মোহাম্মদ আলীর মেয়ে ও নাতি। তার কিছুক্ষণ পর কেন্দ্রে দলবল নিয়ে এসে কেন টিকা দিতে দেরি হয়েছে বলে চিৎকার করতে থাকে মোহাম্মদ আলী। এসময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দেন।

টিকা প্রদান করা শেষে আমি পৌরসভায় এসে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বিষয়টি অবহিত করি। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে অফিস থেকে বাসায় যাওয়ার পথে মোহাম্মদ আলীর বাসার সামনে গেলে আমাকে সাইকেল থেকে মাটিতে ফেলে বেধড়ক মারধর কিল-ঘুষি ও মারধর করে। পরে ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীনের বাসায় গিয়ে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। সুব্রত ঘোষের সাথে থাকা দুই স্বাস্থ্যকর্মী কমিলা খান ও আতাউর রহমান জানান, মসজিদের মাইকে মাইকিং করে টিকা দেয়ার কারনে অনেক ভীড় হয়।

ভিড় সামলাতে আমাদেরকে অনেক হিমশিম খেতে হয়। লাইন অনুযায়ী সিরিয়াল ধরে টিকা প্রদান করি। কিন্তু প্যানেল মেয়রের ফোন পেয়ে তাকে সিরিয়াল ভেঙে টিকা প্রদান করা হয়। টিকা নেয়ার পরে আবার লোকজন নিয়ে এসে হুমকি-ধামকি প্রদান করেন মোহাম্মদ আলী। পরে শুনেছি, বাসায় যাওয়ার পর সুব্রত ঘোষকে মারধর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক গোলাম ফারুক বলেন, টিকা কার্যক্রম শেষে অফিসে এসে সুব্রত ঘোষ আমাদেরকে ভয়ভীতি ও হুমকি প্রদানের বিষয়টি জানিয়েছিল। পরে তাকে রাস্তায় ধরে মারধর করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে আমরা বসে পৌরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হামলাকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিধান্ত নিয়েছি। পৌর কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান জানান, টিকা প্রদানের কাজ করতে গিয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা এর কঠোর শাস্তির দাবি জানায়। তা না হলে পৌর কর্মচারী পরিষদের পক্ষ থেকে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পৌরসভার স্বাস্থ্যকর্মী সুব্রত ঘোষকে মারধরের বিষয়টি স্বীকার করেছেন মোহাম্মদ আলী।

মুঠোফোনে তিনি বলেন, আমার মেয়ে সকাল ৯টায় লাইন ধরে, সকাল ১১টা বেজে গেলেও টিকা দেয়া হচ্ছিল না। পরে প্যানেল মেয়র ফোন দিলে সাথে সাথে টিকা প্রদান করা হয়। এমনকি আমার মেয়ে পৌরসভার বাইরের বলে কথা বলেন সুব্রত ঘোষ। এনিয়ে তার সাথে আমার বাক-বিতন্ডা হয়। পরে বিকেলে আমার বাসার সামনে দিয়ে যাওয়ার পথে নানারকম অপমানজনক কথা বলেন সুব্রত ঘোষ। মাথা গরম ছিল তাই তাকে মেরে দিয়েছি। এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে তাকে আবারও মারব বলে হুমকি দেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মো. সালেহ্ উদ্দীন জানান, টিকা পাচ্ছে না জানিয়ে আমাকে ফোন দেয় মোহাম্মদ আলীর মেয়ে।

পরে স্বাস্থ্যকর্মীকে বলার পর তাকে টিকা প্রদান করা হয়। এর কিছুক্ষণ পরই মোহাম্মদ আলী আমাকে ফোন দিয়ে স্বাস্থ্যকর্মী সুব্রত ঘোষকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে শুনলাম, তাকে রাস্তায় পেয়ে মারধর করেছে। এবিষয়ে সুব্রত ঘোষের লিখিত অভিযোগ নেয়া হচ্ছে। মেয়র মহোদয়ের সুপারিশসহ থানায় অভিযোগ পাঠানো হবে। পরবর্তীতে মোহাম্মদ আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, টিকাদান কর্মসূচিতে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধ করেছেন মোহাম্মদ আলী। এর সূত্র ধরে পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও মেয়র মহোদয়ের সাথে কথা বলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার সিধান্ত নেয়া হয়েছে। এর সমাধান না হওয়া পর্যন্ত ওই কেন্দ্রে টিকাদান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি। এবিষয়ে কথা বলতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার