নিষেধাজ্ঞা থেকে ফিরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় ব্যাটে তার ছন্দে ফেরার অপেক্ষায় ছিলেন সবাই। যার বড় ঝলকটা দেখা মিললো তৃতীয় ওয়ানডেতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭০ দিন পর ৪৮তম ওয়ানডে ফিফটির দেখা পেয়েছেন সাকিব। অবশ্য ফিফটির পরই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন। ৫১ রানে তার বিদায়ের পর বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৩৭ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (২৮) ও মাহমুদউল্লাহ (০)।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ৪ বল খেলে কোনো রান না করেই সাজঘরে ফেরেন ওপেনার লিটন দাস। এরপর ক্রিজে কিছুক্ষণ উইন্ডিজ বোলারদের শাসন করেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি তিনিও। আউট হওয়ার পূর্বে ৩০ বলে ২০ রান করেছেন তিনি। এরপর তৃতীয় উইকেট পার্টনারশিপে ম্যাচের হাল ধরেন তামিম-সাকিব। দুজন মিলে করেন ৯৩ রান। চতুর্থ উইকেটে সাকিব-মুশফিক মিলে করেন ৫৮ রান।