নওগাঁর সাপাহারে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তিলনা বাদ উপরইল(চাকরাইল) জামে মসজিদে অতর্কিত হামলার প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় সাপাহার জিরো পয়েন্ট মুক্তমঞ্চের সামনে বাংলাদেশ মানবাধিকার কমিশান সাপাহাার শাখার আয়োজনে কমিশনের সভাপতি জুলফিকার আলী সম্রাটের সভাপতিত্বে এলাকার মুসুল্লিরা ঘন্টাকাল ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় মানবাধিকার কমিশান সাপাহাার শাখার নির্বাহী সভাপতি ফজলে রাব্বী,সহ সভাপতি আনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক নুরে জান্নাত ময়না, মসজিদ কমিটির সভাপতি ফরহাত হোসেন, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ঝড় বাতাসে মসজিদের পাশে মেহগনি গাছের ডালের আঘাতে মসজিদের কার্নিশের ক্ষতি সাধন হয়েছে। এরই জের ধরে গত ৬ সেপ্টেম্বর মঙ্গলবার মসজিদ কমিটির সাথে বিবাদী সোহেল গং কথা কাটাকাটির এক পর্যায়ে হাতে থাকা কুড়ালের ডাট দিয়ে দেলোয়ার হোসেনকে আঘাত করে এবং মসজিদ সম্মুখভাগের মিনার ভাংচুর করে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মজিবর রহমান বাদী হয়ে সাপাহার থানায় একটি অভিযোগ দায়ের করেন। মানববন্ধনে বক্তারা দোষীদের দৃষ্টান্ত
মূলক শাস্তির দাবী জানান।