Top
সর্বশেষ

আন্দোলনে বাধা, ছবি তুলতেও বাধা

১০ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
আন্দোলনে বাধা, ছবি তুলতেও বাধা

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে অবরোধ করলে আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ঘটনার ছবি তুলতে গেলে ফটো সাংবাদিকদের বাধা দেয় এবং ধাক্কাধাক্কি করে পুলিশ।

গতকাল শুক্রবার বিকেল ৫ টায় রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, শুক্রবার বিকেলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর দাবিতে একদল শিক্ষার্থী শাহবাগ মোড়ে আন্দোলনে নামে। এ সময় শাহবাগ মোড়ে যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল ৫টায় শাহবাগ মোড়ে পুলিশ অবস্থান নেয়।

বিকেল ৫টার কিছুক্ষণ পর পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে আন্দোলনকারীরা ছড়িয়ে ছিটিয়ে শাহবাগের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এ ঘটনায় আন্দলোনকারীদের বেশকয়েকজন আহতও হয়েছেন।

অভিযোগ উঠেছে আন্দলোনকারীদের ওপর পুলিশ চড়াও হওয়ার সময় বিভিন্ন গণমাধ্যমের কয়েকজন ফটো সাংবাদিক ছবি তুলতে যান। তখন ডিএমপির রমনা বিভাগের রমনা এডিসি (রমনা জোন) হারুনের নেতৃত্বে কয়েক জন পুলিশ সদস্য ঐ ফটো সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেয়। এছাড়া তাদের ধাক্কাধাক্কি করাসহ লাঞ্চিত করে পুলিশ।

তবে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করছে পুলিশ। এ বিষয়ে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মওদূত হাওলাদার বলেন, আন্দোলনকারীদের কারণে শাহবাগ মোড়সহ আশপাশ এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। তাই তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া অন্য কোনো ঘটনা ঘটেনি।

শেয়ার