Top
সর্বশেষ

চার ফিফটিতে ক্যারিবীয়দের সামনে রানের পাহাড়

২৫ জানুয়ারি, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
চার ফিফটিতে ক্যারিবীয়দের সামনে রানের পাহাড়
স্পোর্টস ডেস্ক : :

আগের দুই ম্যাচে হাত খুলে ব্যাট চালানোর সুযোগই পায়নি টাইগাররা। তাই হয়তো চাপা ক্ষোভ জমেছিলো তাদের মধ্যে। আজ যখন সুযোগ পেলেন, সবাই একসাথে জ্বলে উঠলেন, একেএকে পঞ্চাশের কোটা পার হলেন তামিম, সাকিব, মুশফিক এবং মাহমুদ উল্লাহ। আর সেই চার ফিফটিতে রানের পাহাড়ে চাপা পড়লো ওয়েস্টইন্ডিজ। এখন জিততে হলে করতে হবে অবিশ্বাস্য কিছু।

চট্টগ্রামে যেন হাফসেঞ্চুরির পসরা মেলে বসেছিলেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের প্রত্যেককে ফিফটি হাঁকাতে হবে, এমন নিয়ম যেন বেঁধে দেওয়া হয়েছিল। তামিম, সাকিব, মুশফিক এবং মাহমুদ উল্লাহরাও যেন নেমে পড়লেন প্রতিযোগীতায়।

তামিম, সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর চার অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট খুঁইয়ে ২৯৭ রান করেছে বাংলাদেশ।

শেষ ১০ ওভারে ১০০ রান এসেছে বাংলাদেশের ব্যাট থেকে।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারালেও অর্ধশতক হাঁকিয়েছেন পঞ্চপাণ্ডবের অন্যতম তামিম ইকবাল। ৮০ রলে ৬৪ রান করে আলজারি জোসেফের শর্ট বলে আউট হন তামিম।

এরপর ৮১ বলে ৫১ রান করে রেইফারের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাকিব।

সাকিব চলে যাওয়ার পর রানের চাকা সচল রাখেন মুশফিক। অর্ধশতক ছুঁতে খরচ করেন ৪৭ বল মি. ডিপেন্ডেবল। তাকে যোগ্য সঙ্গ দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

দলীয় ৪৪তম ও আলজারি জোসেফের অষ্টম ওভারের তৃতীয় বলকে ডিপ মিড-উইকেটে পাঠিয়ে ক্যারিয়ারের ৩৯তম ফিফটি করেন মুশফিক।

কিন্তু আগের দুই সতীর্থর মতো মুশফিকও হাফসেঞ্চুরির পর উইকেটে থাকতে পারেননি। ব্যক্তিগত ৪৩ রানের সময় সেই রেইফারের বলে ছক্কা হাঁকান মুশফিক, তার বলেই আউট হয়ে সাজঘরে ফিরলেন মুশফিক। ৪৬.২ ওভারে রেইফারের বল কভার ক্লিয়ার করতে পারেননি মুশফিক। জোসেফের হাতে ক্যাচ তুলে দেন। আউট হওয়ার আগে ৫৫ বলে ৬৪ রান করেন মুশফিক। এতে ৪টি বাউন্ডারি ও ২টি ছক্কার মার ছিল।

মুশফিকের আউটের কিছু পরেই নিজের অর্ধশতক পূরণ করেন মাহমুদউল্লাহ। শেষ ওভারের প্রথম বলে হার্ডিংকে ছক্কা হাঁকিয়ে পঞ্চাশ ছুঁলেন তিনি। ৪২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ওভারের তৃতীয় বলে রান আউট হয়ে সাজঘরে সৌম্য সরকার। ৮ বলে ৭ রান করে হ্যামিল্টনের বলে সাজঘরে ফেরেন তিনি।

অলরাউন্ডার সাইফউদ্দিন ব্যাটিংয়ে নেমেই বাউন্ডারি হাঁকালে ৬ উইকেট খুঁইয়ে ২৯৭ রানে পৌঁছায় বাংলাদেশ।

জয়ের জন্য ৫০ ওভারে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার