Top
সর্বশেষ

পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

১১ সেপ্টেম্বর, ২০২২ ৪:৪৯ অপরাহ্ণ
পাবনার চাটমোহরে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
পাবনা প্রতিনিধি :

পাবনার চাটমোহর উপজেলায় হান্ডিয়াল গ্রামে হাফিজুর রহমান (২৬) নামে এক ব্যবসায়ীকে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রবিবার (১১-সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় ঘটনাটি ঘটে।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকির (৩৮) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

নিহত হাফিজ ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে। তিনি খৈল-ভুসির ব্যবসা করতেন। আর অভিযুক্ত রমজান আলী বাঘলবাড়ি গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনার সময় হাফিজ স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় রমজান আলী তাকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।

সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে অভিযুক্তকে আটক করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব বিরোধে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে স্থানীয়রা।

শেয়ার