Top

পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে

১১ সেপ্টেম্বর, ২০২২ ৫:১১ অপরাহ্ণ
পাবনায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রূপপুর প্রকল্পের শ্রমিক-৫ জন। তবে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও বিন্দুমাত্র সচেতনতার বালাই নেই রোগী কিংবা সঙ্গে থাকা স্বজনদের, হাসপাতালেও নেই সর্তকতামুলক কার্যক্রম।

শনিবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে।

সরেজমিন হাসপাতালটিতে দেখা যায়, ডাক্তারদের নিয়মিত তদারকির পরও নির্দেশনা অমান্য করে দিনের বেলা মশারি বাদে শুয়ে আছেন ভর্তি থাকা সব রোগী। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে মশারি টাঙাতে শুরু করেন তাদের স্বজনরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে মোট ৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি আছেন এবং ইতোমোধ্যে ১৫ জন চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।

ডেঙ্গুতে আক্রান্ত এমনই একজন রোগী রেজাননগর গ্রামের বাসিন্দা তুষার বলেন, আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজ করি। এখানেই বাসা ভাড়ায় থাকি। হঠাৎ প্রচন্ড মাথাব্যথা, শরীর ব্যাথা ও জ্বর হয়। কোম্পানিতে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই। পরে সেখান থেকে এসে গত মঙ্গলবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছি। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ।

আক্রান্ত হওয়া সোহেল (২৪), লিটন (৩৮), সোহেল (২৮), ও সাব্বির, মিঠুনও একই কথা বলেন। তারা বলেন গত ১০ দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ডা. ফাওজিয়া ইয়াসিম জানান, গত ৬ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন ভর্তি হয়েছিলেন; এখন ভর্তি রোগীর সংখ্যা ৬ জন। হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে।

চিকিৎসক বলেন, চিকিৎসার পাশাপাশি নিজেদের সচেতন থাকা জরুরী। রূপপুর পারমাণবিক এলাকায় অস্থায়ী কোয়ার্টারগুলোর অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বসবাস করার কারণে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান বলেন, এখন ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকেও রোগী থাকতে পারে। এরা সবাই ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

 

শেয়ার