Top

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, কন্ট্রোল রুম চালু

১৫ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৬ অপরাহ্ণ
চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী, কন্ট্রোল রুম চালু
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত আরও ২২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দু’দিন আক্রান্ত হন ৩৯ জন।

জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত ২২ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ৯ জন, জেনারেল হাসপাতালে ১ জন, উপজেলা পর্যায়ে ১ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ১২ জন। চমেক হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৬ জন রোগী। এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬৪ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে আমরা প্রস্তুত। সিটি করপোরেশন এলাকার পাশাপাশি উপজেলা পর্যায়েও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। তবে আশার বিষয় হলো, নির্দিষ্ট এলাকাভিত্তিক রোগীর সংখ্যা খুবই কম। তারপরও সচেতন থাকতে হবে।

চলতি মাসের প্রথম ১৪ দিনে (বুধবার পর্যন্ত) চট্টগ্রাম জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫০ জন। এরই পরিপ্রেক্ষিতে ডেঙ্গু সংক্রান্ত কন্ট্রোল রুম চালু করেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। বৃহস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কন্ট্রোল রুম চালুর তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে পুরোদমে কন্ট্রোল রুমের কার্যক্রম চলছে। সিভিল সার্জন কার্যালয়ের কীটতত্ত্ববিদ ইনতেজার ফেরদৌসসহ তিনজন এ কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন। ০২৩৩৩৩৫৪৮৪৩- নম্বরে ফোন করে কন্ট্রোল রুমে যোগাযোগ করা যাবে।

এর আগে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির বিষয়টি চিঠির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালককেও অবহিত করেছে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়। এছাড়া প্রকোপ বেশি থাকায় সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলার স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও নির্দেশনা দেয়া হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। আর চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৫০ জন।

শেয়ার