সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর মাত্র বাকী আছে ১৪ দিন। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করছেন মাগুরা জেলার প্রতিমা তৈরির কারিগররা। শরৎ মানেই শারদীয় দুর্গোৎসবের বার্তা। যদিও এবার দেবী দুর্গা আসছেন আশ্বিনে মানে শরৎকালে।
আগামী পহেলা অক্টোবরে ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ০৫ অক্টোবর দশমীর মধ্যদিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
মাগুরা জেলার বিভিন্ন মন্দিরে দুর্গাপূজার প্রতিমা তৈ করছেন শিল্পীরা। সরেজমিন জেলার বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে দেখা যায়, কেউ মাটি আনছেন, কেউবা আবার তৈরি করছেন মুল কাঠামো, কেই আবার তুলি দিয়ে নকশা করতে ব্যস্ত, দেখে মনে হচ্ছে দম ফেলার ফুরসত নেই তাদের।
এবছর কাজের ব্যাস্ততা জানতে চাইলে শিল্পীরা বলেন, বাপ দাদার পেশার এখন তিনিই উত্তরসূরী। দুর্গাপূজার দুইমাস নাওয়া-খাওয়ার সময় থাকে না। তবে অন্যবারের তুলনায় এবার প্রতিমার অর্ডার অনেক বেশি।
কাজের চাপও বেশি। অন্যবার করোনার কারণে কম মন্দিরে পূজা হয়েছে। কিন্তু এবার প্রত্যেকটা মন্দিরে দুর্গাপূজা হচ্ছে যার ফলে কাজের চাপও বেড়েছে। পাশাপাশি প্রতিমা তৈরির কাজ ৭০ শতাংশ হয়েছে বলে জানান তারা।
মাগুরা জেলার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাশুদেব কুন্ডু সাথে কথা বললে তিনি জানান, এবার জেলার ৩৬টি ইউনিয়নে ১৬২ টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা সবাই আমাদের সাথে দুর্গাপূজার আনন্দ উপভোগ করবেন।