Top
সর্বশেষ

বিএনপির কর্মসূচিতে হামলায় আহত আলাল-তাবিথ

১৭ সেপ্টেম্বর, ২০২২ ৯:২৯ অপরাহ্ণ
বিএনপির কর্মসূচিতে হামলায় আহত আলাল-তাবিথ
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। হামলায় আহত হয়েছেন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে হামলা করে। ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠির আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তাবিথ আউয়াল গুরুতর আহত হয়েছেন, তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের তিন কর্মীর নিহতের প্রতিবাদে বনানীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। বনানীর কাকলী থেকে গুলশান-২ নম্বর গোলচত্বর পর্যন্ত সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু এক ঘণ্টার বেশি সময় আগে রাস্তায় জড়ো হন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

হামলায় আহত সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, আমাদের কর্মসূচি শুরু হওয়ার আগেই রাস্তার অপর পাশে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করছিল। কিন্তু যখন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. খন্দকার মোশাররফ হোসেনের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে তখন রাস্তার অপর পাশ থেকে তারা এসে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই হামলায় বহু নেতাকর্মী আহত হয়েছেন। নারী কর্মীরাও আহত হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল, তিনি গুরুতর আহত হয়েছেন।

গত আগস্টে ভোলায় পুলিশের গুলিতে বিএনপির দুজন নেতাকর্মী নিহত হন। এরপর ২২ আগস্ট থেকে টানা কর্মসূচি শুরু করে দলটি। এর মধ্যে ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে একজন কর্মী নিহত হওয়ার পর ঢাকার ১৬টি জায়গায় ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। তারই অংশ হিসেবে বনানীর কর্মসূচি পালন করচিল দলটি।

শেয়ার