ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবহন পুলে যুক্ত হলো নতুন ৫টি গাড়ি। রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম।
নতুন ক্রয়কৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫২ ছিট বিশিষ্ট ৩টি বাস এবং ৮৭ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের টয়োটা কোম্পানির ২টি এসি মাইক্রোবাস। বিশ্ববিদ্যালয়ের সুবিধার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে ও ইউজিসির বরাদ্দে এই ৫টি গাড়ি কেনা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি ক্রয় কমিটির আহ্বায়ক প্রফেসর ড.কাজী আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এসময় রেজিস্ট্রার ভারপ্রাপ্ত এইচ এম আলী হাসান, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মিজানূর রহমান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফিনসহ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন।
পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ইতোপূর্বে একসাথে পাঁচটি গাড়ি কেনা হয়েছে বলে জানা নেই। শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই গাড়িগুলো নিয়ে এসেছি। সামনে আরও একটা আসবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থী আমাদের প্রথম অগ্রাধিকার। এজন্য শিক্ষার্থীদের জন্য কমপক্ষে দুইটি বাস থাকবে।
ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, সমান দুরত্বে দুইটা জেলা হওয়ায় এই বিশ্ববিদ্যালয়ের জন্য গাড়ি সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে। এটা আমাদের সম্পদ। আশাকরি নতুন ৫টি গাড়ি সংযোজনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কষ্ট লাঘব হবে। এসময় গাড়ি থেকে ক্যাম্পাসে নেমে সবাইকে প্রফুল্ল মনে শিক্ষায়, কাজে ও গবেষণায় মনোযোগ দিতে বলেন তিনি।