Top

কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা

১৯ সেপ্টেম্বর, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গত রবিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ মতবিনিময় সভা ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম বিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা বক্তব্য রাখেন।

এছাড়াও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান মাজাহারুল আলম পান্না, রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য শেখ সোহেল, মাহাবুবুল আলম হিরা, বিকাশ মজুমদার জয়, কোটালীপাড়া উপজেলা স্বেচ্চাসেবক লীগ নেতা বাবলু হাজরা, গাজী খসরু, বুলবুল আহম্মেদ হাজরা, কামরুল ইসলাম শাহ্, কৃষ্ণ চন্দ্র দেসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার