Top
সর্বশেষ

আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ১৯ শতাংশ

১৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
আগস্টে রাজস্ব আদায় বেড়েছে ১৯ শতাংশ
নিজস্ব প্রতিবেদক :

চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২২ হাজার ৪৭২ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। যা গত অর্থবছরের আগস্ট মাসের তুলনায় ১৯ দশমিক ১২ শতাংশ বেশি। তবে সার্বিকভাবে প্রবৃদ্ধি থাকলেও রাজস্ব আয়ের বড় খাত স্থানীয় পর্যায়ের ভ্যাট ছাড়া ভ্রমণ কর ও আমদানি শুল্ক লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয়েছে।

গত অর্থবছরের একই সময়ে আমদানি শুল্ক, মূসক ও আয়কর বাবদ এনবিআর ১৮ হাজার ৮৬৪ কোটি টাকার রাজস্ব আদায় করেছিল।

এনবিআরের রাজস্ব সংগ্রহবিষয়ক সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

এনবিআর সূত্রে জানা গেছে, আগস্ট মাসে ২৩ হাজার ৪ কোটি টাকার রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল। এরমধ্যে সবচেয়ে বেশি ৮ হাজার ২১৪ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছিল ভ্যাট থেকে। কিন্তু এ খাতে সংগ্রহ হয়েছে ৮ হাজার ৭৩৩ কোটি ৭৪ লাখ টাকা। এ ছাড়া আমদানি পর্যায়ের শুল্ক থেকে ৮ হাজার ৯৬ কোটি ৯২ লাখ এবং আয়কর ও ভ্রমণ কর থেকে ৫ হাজার ৬৪১ কোটি ৭৪ লাখ টাকা আদায় হয়েছে।

আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার থেকে ভ্যাট আদায় বেড়েছে ৫১৯ কোটি ৭৪ লাখ টাকা। আয়কর ও ভ্রমণে লক্ষ্যমাত্রা ছিল ৬৩২২ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৬৮০ কোটি ২৬ লাখ টাকা। আর আমদানি শুল্কে লক্ষ্যমাত্রার চেয়ে ৩৭১ কোটি টাকা কম আদায় হয়েছে।

আগস্ট মাসে মোট রাজস্ব আদায় দাঁড়িয়েছে লক্ষ্যমাত্রার ৯৭ দশমিক ৯৬ শতাংশ, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৫৩২ কোটি টাকা কম। আর গত অর্থবছরের আগস্টে লক্ষ্যমাত্রা অর্জনের হার ছিল ৯৪ দশমিক ২৫ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরে এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। সে হিসাবে অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই- আগস্ট) এনবিআরের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৫৯০ কোটি টাকা। আদায় হয়েছে ৪০ হাজার ২৭০ কোটি টাকা। যদিও আলোচ্য সময়ে রাজস্ব আয়ে গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২১ দশমিক ১৩ শতাংশ।

শেয়ার