Top
সর্বশেষ

ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা বাতিলের নির্দেশ হাইকোর্টের

১৯ সেপ্টেম্বর, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা বাতিলের নির্দেশ হাইকোর্টের
আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসী আইনে করা মামলা বাতিলের নির্দেশ দিয়েছেন দেশটির হাইকোর্ট। জিও টিভি অনলাইন ও কাতারভিত্তিক আলজাজিরা এ তথ্য জানায়।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ইসলামাবাদের হাইকোর্ট এক আদেশে ইমরান খানের বিরুদ্ধে মামলা থেকে এন্টি টেররিজম অ্যাক্ট (এটিএ) অর্থাৎ সন্ত্রাসবাদবিরোধী আইনের ধারা প্রত্যাহার করতে বলেন। মামলা বাতিলের আবেদনের শুনানিতে পাকিস্তানের হাইকোর্টে প্রধান বিচারপতি আতার মিনাল্লাহ নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ এ রায় দেন।

জনসভায় দেওয়া ভাষণে এক নারী বিচারক ও পুলিশ কর্মকর্তাকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী আইনে মামলা করা হয়।

শেয়ার