Top
সর্বশেষ

পাবনায় দেবী দুর্গার আগমনে ব্যস্ত মৃৎ শিল্পীরা

২০ সেপ্টেম্বর, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
পাবনায় দেবী দুর্গার আগমনে ব্যস্ত মৃৎ শিল্পীরা
পাবনা প্রতিনিধি :

পাবনার ঈশ্বরদীতে দেবী দূর্গার আগমনে ব্যস্ত মৃৎ শিল্পীরা। আর কিছুদিন পরেই সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা। তাই এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎ শিল্পীরা। মহালয়ার মধ্য দিয়ে দেবী দূর্গার আগমন ঘটবে মর্তলোকে। শুরু হবে মহা পঞ্চমী তিথিতে দেবীর বোধনের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন ঈশ্বরদীর মৃৎ শিল্পীরা।

পরম যতনে মুর্তিগুলোতে অবয়ব দিতে দিন রাত কাজ করে যাচ্ছেন তারা। এবারের পূজাকে আরো রঙিন করে তুলতে অপরূপ সুন্দর সব প্রতিমা তৈরি করছেন তারা। এখন চলছে খড় আর কাঁদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ। কিন্তু কঠোর পরিশ্রম করেও সঠিক পারিশ্রমিক না পাওয়ায় মানবেতর জীবন যাপন করেন মৃৎ শিল্পীরা। তাই ইতোমধ্যে অনেকেই বাপ-দাদার এ পেশা বদলে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন। তবে আর্থিকভাবে লাভবান না হলেও পৈত্রিক পেশা ধরে রাখতে এ কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির শিল্পীরা।

ঈশ্বরদীর একটি মন্দিরে কাজ করছিলেন কুষ্টিয়ার মৃৎ শিল্পী রাজ কুমার তিনি জানান, নাওয়া- খাওয়া ছেড়ে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। পরবর্তীতে আমাদের সন্তানদের এ কাজ করতে দেওয়া যাবে না। কারণ হলো বর্তমান যে যুগ, জিনিস পত্রের দাম বেশী। কিন্তু আমরা সেভাবে মূল্য পাচ্ছি না। তার অভিযোগ বর্তমানে কাচাঁমালের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরি করে খুব একটা লাভবান হতে পারছেন না তারা।

ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী জানালেন, আসন্ন দুর্গাপূজার সব ধরনের প্রস্তুতির কাজ চলছে এখন।প্রতিমা তৈরির কারিগরদের পাশাপাশি পূজায় সার্বিক নিরাপত্তা দেয়ার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার।

ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, আগামী ১ অক্টোবর দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে। ৫ অক্টোবর হাজার-হাজার ভক্তের উপস্থিতিতে ঈশ্বরদীতে দেবী দূর্গার পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে এ উৎসব। নিরাপত্তার ব্যাপারে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হবে ।

শেয়ার