Top
সর্বশেষ

মোনার্ক মার্টের সিসিও আনজির

২০ সেপ্টেম্বর, ২০২২ ৭:২০ অপরাহ্ণ
মোনার্ক মার্টের সিসিও আনজির
নিজস্ব প্রতিবেদক :

ক্রিকেট তারকা সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) হিসেবে দিয়েছেন সায়ন এম. আনজির হোসেন। গত ১৫ সেপ্টেম্বর থেকে তিনি এই প্রতিষ্ঠানে যোগ দেন।

এর আগে তিনি ফুডপান্ডা বাংলাদেশ-এর লিড সেলস অপারেশনের এর দায়িত্বে ছিলেন। দারাজ বাংলাদেশের ক্যাটাগরি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

আনজির দেশের ই-কমার্স, ফিন-টেক এবং ডিজিটাল হেলথ সেক্টরে এক যুগের বেশি সময় ধরে কাজ করেছেন।

মোনার্ক মার্টের নতুন সিসিও আনজির হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, “মানসম্মত পণ্যের পাশাপাশি সর্বোচ্চ মানের গ্রাহক সেবা প্রদানের সংকল্পে মোনার্ক মার্ট প্রতিষ্ঠিত হয়। মোনার্ক মার্টকে বাংলাদেশের নির্ভরযোগ্য ও শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। বর্তমানে বাংলাদেশের ই-কমার্সের চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে মোনার্ক মার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস, যোগ করেন তিনি।

আনজির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

 

বিপি/ এমএইচ

শেয়ার