Top
সর্বশেষ

ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বেরোবির শিক্ষার্থী আটক

২৪ সেপ্টেম্বর, ২০২২ ১:২৫ অপরাহ্ণ
ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বেরোবির শিক্ষার্থী আটক
রংপুর প্রতিনিধি :

ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি এ কে এম নাজমুল কাদের। তিনি জানান, আটককৃত শিক্ষর্থী থানা হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শনিবার ভোর রাতে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ পীরগঞ্জর থানা পুলিশের সহযোগিতায় পীরগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে। সে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ইসলাম ধর্ম সম্পর্কে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছিল পুলিশ তাকে আটক করেছে। আমরা চাই না কোন ভাবেই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত হোক। শিক্ষার পরিবেশ নষ্ট হোক। ধর্ম নিয়ে কটুক্তি করার অধিকার কারও নেই।

এর আগে গতকাল শুক্রবার sujon pou ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। পরে তা সরিয়ে ফেললেও মহুর্তের মধ্যে ফেসবুক মন্তব্যের স্ক্রিনসট ভাইরাল হয়। সে স্কিনসটে দেখা যায় ইসলাম ধর্মকে জঙ্গিবাদী ধর্ম, একাধিক বিয়ে ও মুসলমানদের খারাপ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। এ স্ক্রিনসট ভাইরাল হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বাইরে উত্তেজনা সৃষ্টি হয়ে।

বিভিন্ন ব্যক্তি ওই স্ক্রিনসট পোস্ট দিয়ে সে শিক্ষার্থীর শাস্তির দাবি জানাতে থাকে। এরপর শনিবার ভোর রাতে অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করা হয়।

শেয়ার