Top
সর্বশেষ

ইবিতে পথনাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত

২৪ সেপ্টেম্বর, ২০২২ ৫:০৮ অপরাহ্ণ
ইবিতে পথনাটক ‘জুতা আবিষ্কার’ প্রদর্শিত
ইবি প্রতিনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে পথনাটক প্রদর্শিত হয়েছে। বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)-এর আয়োজনে শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়ানা চত্বরে নাটকটি প্রদর্শিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক কৌশিক আহমেদের নির্দেশনায় নাটকটিতে সংগঠনটির সদস্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেন। রাজা চরিত্রে অভিনয় করেন বদরুল আমিন পিয়াস, মন্ত্রী চরিত্রে আব্দুল মমিন নাহিদ, উজির চরিত্রে তাজনিয়া লাবন্য, নাজির চরিত্রে মাহমুদুজ্জামান নিশান, শান্ত্রী চরিত্রে আদনান আলিম পাটোয়ারী, মুচি চরিত্রে মাহির আল মুজাহিদ, ঝাড়ুদার চরিত্রে কুলছুম আক্তার ও পারিজাত সুলতানা এবং পুঁথিপাঠক সিতারা বেগম চরিত্রে ছিলেন মুনালিসা মুনা।

এসময় বিশ্ববিদ্যালয় থিয়েটারের থিয়েটারের উপদেষ্টা গাউসুল আজম রিন্টু, সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদ, সহ-দপ্তর সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী শিহাব আহমেদ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী নাটকটি উপভোগ করতে জড়ো হন।

সংগঠনটির সাধারণ সম্পাদক রেজওয়ান আহম্মেদ বলেন, ‘নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জুতা আবিষ্কার’ কবিতা অবলম্বনে জুতা আবিষ্কারের কাহিনী তুলে ধরা হয়েছে। রাজা ধুলাবালি থেকে নিজের পা দুটি মুক্ত রাখতে মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দেন। এতে ধুলা সমস্যার সমাধানে মন্ত্রী ও পণ্ডিতদের খাওয়া-দাওয়া, ঘুম হারাম হয়ে যাওয়া, সতেরাে লক্ষ ঝাঁর ঝাটের ফলে রাজ্য ধুলায় আচ্ছন্ন হওয়া এবং ধুলা দূর করতে ভিস্তি ভিস্তি পানি ঢালার ফলে পুকুর, নদী শুকিয়ে যাওয়ার কাহিনী তুলে ধরা হয়েছে। পরে নাটকের শেষে চর্মকারের মাধ্যমে রাজার পদযুগোল ঢেকে দেওয়ার মাধ্যমে জুতা আবিষ্কারের কাহিনী তুলে ধরা হয়েছে।’

শেয়ার