Top

পাকিস্তানে খেলতে গিয়ে বিপদে দক্ষিণ আফ্রিকা!

২৬ জানুয়ারি, ২০২১ ৩:৫৮ অপরাহ্ণ
পাকিস্তানে খেলতে গিয়ে বিপদে দক্ষিণ আফ্রিকা!
স্পোর্টস ডেস্ক : :

শ্রীলঙ্কা দলের ওপর জঙ্গি হামলার পর পাকিস্তানে বড় দলগুলোর আসা বন্ধই হয়ে গিয়েছিল। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হচ্ছে, বড় দলগুলো ফিরতে শুরু করেছে পাকিস্তানে। এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে গেছে দক্ষিণ আফ্রিকা। করাচিতে আজ (মঙ্গলবার) শুরু হয়েছে সিরিজের প্রথম টেস্ট।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এত বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে নেমে বেশ বিপদেই পড়েছে প্রোটিয়ারা। ১৭৯ রান তুলতে হারিয়ে বসেছে ৬ উইকেট।

এই ম্যাচে পাকিস্তান অভিষেক ঘটিয়েছে দুই ক্রিকেটারের। একজন ২৫ বছর বয়সী ওপেনার ইমরান বাট, আরেকজন ৩৪ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলি।

বর্ষীয়ান স্পিনার নোমান অভিষেক ম্যাচেই আলো ছড়াচ্ছেন। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কুইন্টন ডি কক (১৫) আর ওপেনার ডিন এলগারের (৫৮) গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিয়েছেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দলীয় ৩০ রানের মাথায় প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামকে ১৩ রানে সাজঘরের পথ দেখিয়েছেন পাকিস্তানের বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। এরপর রসি ভ্যান ডার (১৭) হয়েছেন রানআউটের শিকার।

সেট হয়ে আউট হয়েছেন ফাফ ডু প্লেসিস। ব্যক্তিগত ২৩ রানে ইয়াশির শাহর ঘূর্ণিতে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। ডি কক আর এলগারকে অভিষিক্ত নোমান আলি সাজঘরে ফেরান। এরপর টেম্বা বাভুমা রান আউট হয়ে ফিরলে বিপদে পড়ে প্রোটিয়ারা।

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছেন টেম্বা বাভুমা আর জর্জ লিন্ডে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৩ ওভার শেষে প্রোটিয়ারা ৬ উইকেটে ১৭৯ রান সংগ্রহ করে চা বিরতিতে গেছে। লিন্ডে ২৪ রানে অপরাজিত থাকলেও কেশাব মহারাজ এখনো রানের খাতা খুলতে পারেননি।

শেয়ার