কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইকের ভেতরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাসলিমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূ।
সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৬টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় জিলা স্কুলের সামনে ইজিবাইকের ভেতরে সন্তান প্রসব করেন তিনি।
নবজাতক কন্যা সন্তানের মা তাসলিমা খাতুন কুষ্টিয়া শহরের থানা পাড়ার পুরাতন বাধ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। সে গৃহকর্মী হিসেবে অন্যের বাড়িতে কাজ করেন। কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্মনগর গ্রামের দিনমজুর রেজাউল করিমের স্ত্রী।
নবজাতক কন্যা সন্তানের মা তাসলিমা খাতুন জানান, সকালের দিকে তাসলিমার প্রসব বেদনা ওঠে। পরে তাকে আর্থিক সংকট থাকায় শহরের জিকে স্কুলের সংলগ্ন সরকারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কাংখিত সেবা না পেয়ে অসহ্য প্রসব বেদনা নিয়ে বিকালের দিকে একটি ইজিবাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন পরিবারের লোকজন। এসময় ইজিবাইকটি জেলা শহরের মজমপুর এলাকায় জিলা স্কুলের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকের ভেতরেই কন্যা সন্তানের জন্ম দেন তাসলিমা।
তাসলিমার বড় মেয়ে সাগরিকা বলেন, হাসপাতালে যাওয়ার পথে ইজিবাইকটি জিলা সামনে পৌঁছলে চলন্ত অবস্থায় সন্তানের জন্ম হয়। পরে নবজাতকসহ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে আমরা বাসায় চলে আসি। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন।
এবিষয়ে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন বলেন, এখন আমি অফিসে নেই। এখন এ ব্যাপারে কিছু বলতে পারছি না।