Top

সিরাজগঞ্জে যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

০২ অক্টোবর, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
সিরাজগঞ্জে যমুনা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া এলাকায় যমুনা নদীতে শনিবার বিকেলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের ‘সোনার তরী’ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার মোটরসাইকেল জিতে নেয়। স্থানিয়রা জানায়, শনিবার (১ অক্টোবর) বিকেলে বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া এলাকায় যমুনা নদীতে মুকুন্দগাঁতি ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে।

বেলকুচি পৌরসভার সার্বিক সহযোগিতায় চূড়ান্ত পর্বের এ নৌকাবাইচ প্রতিযোগিতায় স্থানীয় ও বিভিন্ন অঞ্চল থেকে আসা অর্ধশতাধিক বাহারী নৌকা অংশগ্রহণ করে। চূড়ান্ত ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ, যুবক-বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার লাখো মানুষের ভিড় জমে যমুনার পাড়ে।

প্রতিযোগিতায় অংশ নেয়া মাঝি মাল্লাদের বৈঠার টানে ও গানের ছন্দে ছন্দে মুখরিত হয়ে ওঠে যমুনা পাড়। ঢাক ও ঢোলের বাদ্যের তালে তালে গ্রাম বাংলার গান ও বাইচালদের বৈঠার টানের ছন্দে মাতিয়ে তোলে চূড়ান্ত পর্বের এ নৗকাবাইচ প্রতিযোগিতা।

এছাড়া যেমন খুশি তেমন সাজ প্রদর্শনীও সবাইকে অভিভ’ত করে। অনুষ্ঠানের প্রধান অতিথি বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন। বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেলকুচি সদর ইউপি চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা প্রমুখ।

পৌর মেয়র বলেন, বেলকুচি উপজেলার যমুনা নদীর তীরে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিবছরই অনুষ্ঠিত হয়। বেলকুচি তাঁত শিল্পের মত যেন আর একটি পরিচিতি পায় সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। এ ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার