Top
সর্বশেষ

বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন বুলবুল

০৩ অক্টোবর, ২০২২ ৯:২৫ অপরাহ্ণ
বাংলাদেশ দলের বিশ্বকাপ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন বুলবুল

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদর দপ্তর দুবাইতে কর্মরত আছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সেখান থেকেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিষ্ফোরক মন্তব্য করেছেন সাবেক এ ক্রিকেটার। সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি পোস্টে বিষয়টি নিয়ে লিখেছেন তিনি।

সাবেক অধিনায়ক তার পোস্টে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিশ্বকাপের মতো এত বড় আসরে যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য না জানিয়ে আসায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি। তার মতে, এ অবস্থায় দেশের মানুষ জানবে কীভাবে বিশ্বকাপে কী করতে চায় দল বা তাদের লক্ষ্য কী?

বুলবুল লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেই দেশ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেওয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারল না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’

আমিনুল আরো যোগ করেন, ‘বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটো সেশনের সুযোগ ছিল, এ ফটো সেশন তো বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ। সেটার অংশ তারা হতে পারল না।’

ক্ষোভ প্রকাশ করলেও দেশের জন্য শুভকামনা জানিয়েছেন বুলবুল। এ বিষয়ে তিনি লিখেছেন, ‘তারপরও বলব মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’

শেয়ার