Top
সর্বশেষ

যৌথ প্রযোজনায় চট্টগ্রামে প্রহসনের নির্বাচন হচ্ছে: রিজভী

২৭ জানুয়ারি, ২০২১ ৩:১০ অপরাহ্ণ
যৌথ প্রযোজনায় চট্টগ্রামে প্রহসনের নির্বাচন হচ্ছে: রিজভী
নিজস্ব প্রতিবেদক :

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের যৌথ প্রযোজনায় চট্টগ্রামে প্রহসনের নির্বাচন হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই নির্বাচনে চূড়ান্ত পর্যায়ে তামাশা হচ্ছে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে না পারেন, সেজন্য সব ধরনের মেকানিজম করা হয়েছে।’

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চট্টগ্রাম সিটি করপোরেশেন (চসিক) নির্বাচন নিয়ে অভিযোগ জানানোর পর সাংবাদিকদের সামনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘প্রশাসন ও দলীয় কর্মী মিলেমিশে একাকার হয়ে গেছে। ভোটের আগে দলীয় নেতা কর্মীদে গ্রেপ্তার করা হয়েছে।’

চট্টগ্রাম সিটি নির্বাচন ইস‌্যুতে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযোগ জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুরে ইসি সচিবের সঙ্গে দেখা করে লিখিত আভিযোগ জানায়।

শেয়ার