Top
সর্বশেষ

ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি

২৭ জানুয়ারি, ২০২১ ৩:২৪ অপরাহ্ণ
ফের হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
স্পোর্টস ডেস্ক :

ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা নিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এই মুহূর্তে ইএম বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে, গেল ২ জানুয়ারি শরীরচর্চা করার সময় আচমকাই মাথা ঘুরে পড়ে যান সৌরভ। বুকে যন্ত্রণা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

শেয়ার