Top
সর্বশেষ

ডিবি পরিচয়ে চাঁদাবাজি: ডিবির হাতেই ধরা প্রতারক

০৫ অক্টোবর, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ
ডিবি পরিচয়ে চাঁদাবাজি: ডিবির হাতেই ধরা প্রতারক
চট্টগ্রাম প্রতিনিধি :

ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মো. মাঈন উদ্দিন বাবু (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার মো. মাঈন উদ্দিন বাবু প্রকাশ নোহা বাবু, আনোয়ারা উপজেলার ডুমুরিয়া মোস্তাক হাজীর বাড়ির মৃত শামসুল আলমের ছেলে।

তিনি জানান, নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় বাসায় ঢুকে চাঁদা দাবি ও চুরির অপরাধে মো. মাঈন উদ্দিন বাবু নামে ভুয়া এক ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নগরীর হালিশহর থানায় একটি মামলা হয়।

শেয়ার