Top
সর্বশেষ

আজ বগুড়া ও যশোরে নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

১৪ জুলাই, ২০২০ ৯:২৪ পূর্বাহ্ণ
আজ বগুড়া ও যশোরে নির্বাচনী এলাকায় বন্ধ থাকবে ব্যাংক

জাতীয় সংসদের দুটি সংসদীয় আসনে মঙ্গলবার (১৪ জুলাই) সব ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন সচিবালয়ের অনুরোধে এ সিদ্ধান্তের কথা জানিয়ে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব‌্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় সংসদের বগুড়া-১ এবং যশোর-৬ আসনে নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ কারণে নির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব বাণিজ্যিক ব্যাংকের শাখা বন্ধ থাকবে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে ইতোমধ্যে বাংলাদেশ ব‌্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে সব ব্যাংকের নির্বাহী কর্মকর্তা বরাবর প্রজ্ঞাপনের কপিও পাঠানো হয়েছে।

শেয়ার