Top
সর্বশেষ

সিরাজগঞ্জে শোভার যাত্রার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সমাপ্ত

০৫ অক্টোবর, ২০২২ ৮:২৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে শোভার যাত্রার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা সমাপ্ত
সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে সনাতন ধর্মালম্বীদের পাঁচদিন ব্যাপী সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপূজা শেষ হয়েছে। বুধবার সকালে মহাবিজয়া দশমীতে দর্পন বিসর্জন, নারীদের সিঁদুর খেলা এবং আনন্দঘন পরিবেশে বিকেলে প্রতিমা বির্সজনের মধ্যদিয়ে এ পূজা সমাপ্ত হয়।

গত শনিবার ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হয় বৃহৎ এই উৎসবে জেলায় এবছর ৫১৭টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শহরের প্রেসক্লাব চত্বর থেকে এক বর্ণাঢ্য বিজয়া শোভা যাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে যমুনা নদীর শহররক্ষা বাঁধ এলাকায় পৌঁছে এবং শোভা যাত্রায় ঢাক-ঢোল, কাঁসর বাজিয়ে অংশ গ্রহন করে নারী পুরুষসহ সব বয়সী ভক্তবৃন্দ।

এ শোভা যাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা এ্যাড. বিমল কুমার দাস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এবং বিষেশ অতিথি হিসাবে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) ,জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা হেনরী , পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সুকুমার চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু, জেলা হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক। জেলা ব্রাহ্মণ কল্যাণ সমিতির সভাপতি অশোক ব্যানার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সনজয় সাহা প্রমূখ।

শেয়ার