Top
সর্বশেষ

পোশাক সরঞ্জাম তৈরিতে ১৪৮ কোটি টাকা বিনিয়োগ

০৬ অক্টোবর, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
পোশাক সরঞ্জাম তৈরিতে ১৪৮ কোটি টাকা বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক :

তৈরি পোশাক খাতের বিভিন্ন সরঞ্জাম তৈরির কারখানা স্থাপনে ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে চীন-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিটি এ জন্য ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা ১৪৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে।

জিংকিউ গ্লোবাল বছরে ২৫ কোটি মিটার ও ২০ লাখ কোন বিভিন্ন ধরনের পোশাক সরঞ্জাম উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ৯৮১ জন বাংলাদেশির।

এ লক্ষ্যে বৃহস্পতিবার ( ০৬ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে একটি চুক্তি সই হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক নাজমা বিনতে আলমগীর, জিংকিউ গ্লোবাল টেক্সটাইলের পরিচালক হি পিং প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা জেলার পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেডে ২০০১ সালে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ২২টি শিল্পকারখানায় প্রায় ১৭ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া আরও ১৬টি কারখানা নির্মাণের কাজ চলছে।

শেয়ার