জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য বড় দুঃসংবাদ এল বিশ্বকাপের ঠিক নয় দিন আগে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ার বিমান ধরার জন্য যখন প্রস্তুত হচ্ছিলেন দলের সবাই, ঠিক সেই মুহূর্তে খবর এলো ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনারের পদত্যাগের। শুক্রবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে জিওম্বাবুয়ের ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপের আগ মুহুর্তে ঠিক কি কারণে পদত্যাগ করেছেন কোচ সেটাও জানিয়েছে আফ্রিকান দেশটির ক্রিকেট বোর্ড। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করার ইচ্ছা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন অজি কোচ, আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
গেল বছরের মার্চে দ্বিতীয় মেয়াদে জিম্বাবুয়ের কোচিং স্টাফে যুক্ত হন ক্লুজনার। এর আগেও দলটির ব্যাটিং কোচ হিসেবেই কাজ করেছিলেন আফ্রিকান এই অলরাউন্ডার।
জিম্বাবুয়ে দলে ক্লুজনারের অবদানের কথা উল্লেখ করে দেশটির ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি বিবৃতিতে বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপের বাছাইসহ গত কয়েক মাসে ল্যান্স যে অবদান রেখেছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।’