Top
সর্বশেষ

ডেঙ্গুতে আরও ১ মৃত্যু , হাসপাতালে ভর্তি ২৪০

০৭ অক্টোবর, ২০২২ ৯:২৭ অপরাহ্ণ
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু , হাসপাতালে ভর্তি ২৪০
নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের এই তথ্য পাওয়া গেছে। এ সময়ে মারা গেছে একজন। এ নিয়ে সারা দেশে এ বছরে হিসাবে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়াল দুই হাজার ২৮২, আর মৃত্যু ৬৪।

শুক্রবার (০৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৪০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৯২ এবং ঢাকার বাইরে ৪৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৯ হাজার ৫২৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ হাজার ১৭৭ জন।

শেষ ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে এ বছর মোট মৃত্যু হয়েছে ৬৪ জনের। এর মধ্যে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২১ জুন।

শেয়ার