চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত এলাকার হরিহরনগর গ্রামের বৃদ্ধা মতেহার (৮০) করোনা ভাইরাসের তৃতীয় ডোজে টিকা গ্রহণের পর পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু পথযাত্রী। চিকিৎসকের ভাষ্যে এমন লক্ষন ১০ লক্ষে একজন। প্রাথমিক চিকিৎসা শেষে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড।
বৃদ্ধ মতেহার এর ছেলে মশিয়ার রহমান জানান,চলতি করোনা ভাইরাসের তৃতীয় ডোজের টিকা গত শনিবার ১ লা অক্টোবর সীমান্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উপস্থিত হয়ে আমার পিতা মতেহার আলী টিকা গ্রহণ করেন। টিকা গ্রহণের পর থেকে আব্বা অসুস্থতা বোধ করেন। এরমধ্যে তার শরীরে এলার্জির মতো ছোট ছোট ক্ষত হতে থাকে পরবর্তীতে সেইগুলো পেকে সারা শরীরের চামড়া আগুনে পোড়া মতো হয়ে চামড়া গুলো শরীর থেকে একাই পড়ে যাচ্ছে। আমরা গ্রামে প্রাথমিক চিকিৎসা দিয়ে শুক্রবার রাতে জীবননগর হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করেন।
এব্যাপারে জীবননগর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ ইয়াসির আরাফাত জানান,রোগী হাসপাতালে নিয়ে আসলে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার্ড করি। রোগীকে চিকিৎসকাকালে দেখে বুঝতে পারি করোনা ভাইরাস এর টিকা গ্রহণের পর তার পার্শ্বিক প্রতিক্রিয়া হয়ে তার এমন অবস্থা হয়েছে। আমরা এ বিষয়ে যতটুকু জানতে পেরেছি এইরকম রোগী ১০ লক্ষে একজন হতে পারে।