Top
সর্বশেষ

পূজা শেষে রাজধানীতে ফিরছে মানুষ

০৯ অক্টোবর, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
পূজা শেষে রাজধানীতে ফিরছে মানুষ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা ও সরকারি ছুটিতে গ্রামের বাড়িতে আনন্দ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। রাজধানীতে ফিরতে যাত্রীর চাপ থাকলেও দূরপাল্লার বাসে রাস্তায় যানজটে পড়তে হয়নি বলে যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে। স্বস্তি নিয়েই ফিরছেন তারা।

রোববার (৯ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও গুলিস্তান এলাকা ঘুরে এসব চিত্র দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে বাড়ছে পরিবহনের সংখ্যাও। বাড়তে পারে যাত্রীর চাপও।

এসব এলাকা ঘুরে দেখা যায়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, যশোরসহ দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বাস সময়মতো এসে পৌঁছেছে ঢাকায়। এছাড়াও সায়েদাবাদ ও যাত্রাবাড়ী থেকে বিভিন্ন অঞ্চলের উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাস নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পেরেছে বলেও জানা গেছে।

সকালে যাত্রাবাড়ী ও সায়েদাবাদ মোড়ের বাস কাউন্টারে দূরপাল্লার অনেক বাস এসেছে। সেখানে মানুষের ভিড় ছিল লক্ষণীয়। তারা অনেকটাই নির্বিঘ্নে গন্তব্যে এসে পৌঁছেছেন।

হানিফ পরিবহনের বাসে যশোর থেকে ঢাকা পৌঁছে পরেশ কর্মকার বলেন, আগামীকাল থেকে অফিস। তাই সকালেই চলে এসেছি। বাসের জন্য তেমন কষ্ট করতে হয়নি। টার্মিনালে পর্যাপ্ত বাস ছিল। স্বস্তিতেই কর্মস্থলে ফিরেছি।

যশোর থেকে আসা হানিফ পরিবহনের চালক আক্তার হোসেন বলেন, পূজার ছুটিতে বাড়ি ফিরতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। কিন্তু ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় তেমন গাড়ির চাপ না থাকলেও আজ সকাল থেকে যাত্রীদের চাপ বেড়েছে।

সিলেটের এক চালক নুরুল ইসলাম খান বলেন, রাতে আসার সময় গাড়ির আসন ফাঁকা ছিল না। তবে ফিরতি পথেও মোটামুটি যাত্রী হয়ে যাবে।

খুলনা থেকে আসা সার্বিক পরিবহনের সুপারভাইজার বলেন, সরকারি অফিস-আদালত খোলা না হলেও আজ সকাল থেকেই একটু মানুষের চাপ বেশিই ছিল।

যাত্রাবাড়ী ও সায়েদাবাদ মোড়ের সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশ মো. ফখরুল আলম বলেন, আজ থেকে শহরে মানুষ আসা শুরু করেছে। নগরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। রাস্তার পরিস্থিতি ভালো হওয়ায় যাওয়ার সময় যাত্রীদের তেমন কোনো ভোগান্তি হয়নি, তেমনি আসার সময়ও যাত্রীদের ভোগান্তি হচ্ছে না। যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের একটি টিম কাজ করছে।

শেয়ার