Top

গৃহবধূকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন

১১ অক্টোবর, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
গৃহবধূকে ধর্ষণের দায়ে প্রতিবেশীর যাবজ্জীবন
কুষ্টিয়া প্রতিনিধি :

কুষ্টিয়া সদর উপজেলায় প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণ মামলায় সালাম মন্ডল (৫২) নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরের দিকে কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি সালাম মন্ডল কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল গ্রামের ক্যানালপাড়া এলাকার মৃত পলান মন্ডলের ছেলে। রায় ঘোষণার সময় সে আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলার বাদি ও ভিকটিম আসামির প্রতিবেশী।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে আসামি তার প্রতিবেশী ভিকটিমের বাড়িতে যান এবং ফাঁকা বাড়িতে তকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করে সালাম। এ ঘটনার পরেরদিন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়।

আসামির বিরুদ্ধে দায়ের করা মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩১ অক্টোবর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের পিপি অনুপ কুমার নন্দী বলেন, ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত হওয়ায় সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে ৫০ হাজার টাকা টাকা জরিমানা করেন আদালত।

শেয়ার