Top
সর্বশেষ
এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সরানোর উদ্যোগ নেই: প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব শাহবাগে আর জনসভা ও সমাবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত সরকারের স্কয়ার টেক্সটাইলসের লভ্যাংশ ঘোষণা ‘রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের দায়ে ২৫২ এসআইকে অব্যাহতি’ সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ এসআইকে অব্যাহতি চাঁদপুরে ধান ক্ষেতে ব্লাস্ট সংক্রমণে দুশ্চিন্তায় কৃষক জামায়াতের নিবন্ধন: খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করলেন আদালত ছয় মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমেছে ১২ শতাংশ ব্যাংকে পাঠানো রেমিট্যান্স ঠিকমতো পাচ্ছে না স্বজনরা আমিরাতে দ্রুত ভিসা সমস্যা সমাধানের আশ্বাস রাষ্ট্রদূতের

এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন

১২ অক্টোবর, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ
এপেক শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট পুতিন
নিজস্ব প্রতিবেদক :

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) সম্মেলনে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী মাসে ব্যাংককে অনুষ্ঠিত হবে এই সম্মেলন। প্রেসিডেন্ট পুতিন থাইল্যান্ডের নিমন্ত্রণপত্র গ্রহণ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে ব্যাংকক পোস্ট।

ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর এই সম্মেলন উপলক্ষ্যে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নিরাপত্তাবিষয়ক সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

এতে আরো বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের তরফে এই সম্মেলনে একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন। তবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই সম্মেলনে অংশ নেবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তানি সাংগ্রাত একটি ক্ষুদে বার্তায় সাংবাদিকদের জানিয়েছেন যে, ৯টি এপেক সদস্য দেশ সম্মেলনে অংশ নিতে নিমন্ত্রণপত্র গ্রহণ করেছে এ পর্যন্ত। তবে কারা কারা উপস্থিত থাকবেন সেটি খোলাসা করেননি তিনি।

এপেকের সদস্য দেশ হচ্ছে ২১টি। এপেকের মধ্যে তিনটি পর্যবেক্ষকও রয়েছে। এগুলো হলো আসিয়ান, দ্য প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম এবং প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা কাউন্সিল।

থাইল্যান্ড ২০২২ সালের জন্য সংস্থাটির চেয়ার হিসাবে ব্যাংককে এপেক অর্থনৈতিক জোটের নেতাদের শীর্ষ সম্মেলনের আয়োজন করছে।

বিপি/এএস

শেয়ার