Top

বিএনপির গণসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ

১২ অক্টোবর, ২০২২ ৪:৫৭ অপরাহ্ণ
বিএনপির গণসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে শুরু। বুধবার (১২ অক্টোবর) সকাল থেকে বিভিন্ন জেলার নেতাকর্মীরা চট্টগ্রামে সমাবেশস্থলে আসার পথে বাধা দেয়া হয়। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সরকারি দলের গাড়ি তল্লাশি, ভাঙচুর ও হামলায় বিএনপির অন্ততপক্ষে ১০ নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১২ অক্টোবর) ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী গাড়ি তল্লাশি পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে। আহতদের উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

বারইয়ারহাটে হামলায় আহতরা হলেন- বারইয়ারহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. জসীম উদ্দিন (৫০), হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী ছালেহ আহম্মদ (৫২), পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সেলিম হাজারী (৫০), বিএনপি নেতা জাফর আলম লিটনসহ (৪০) ১০ জন।

দলটির নেতাকর্মীরা অভিযোগ করেন, সাদা পোশাকে ডিবি ও থানা পুলিশ তাদের গাড়ি চেক করার নামে হয়রানি করছে। বেশিরভাগ নেতাকর্মী সমাবেশে আসতে পারেননি। অনেক গাড়িকে মাঝপথে ফেরত পাঠানো হয়।

যুবদলের এক নেতা অভিযোগ করেন, মাটিরাঙা, মানিকছড়ি ও মিরসরাইয়ের বারইয়ারহাটের বিভিন্ন সড়কে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আসার পথে বাধা দেয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক উপ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, ‘মঙ্গলবার রাতে অনেক বাড়িতে পুলিশ তল্লাশির নামে আতঙ্ক ছড়িয়েছে। মহাসমাবেশে আসার পথে খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়। তাদের বহনকারী কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। অগ্রিম টাকা দিয়ে রাখলেও পরিবহন মালিক সমিতি আনুষ্ঠানিকভাবে গাড়ি দিতে রাজি হয়নি। নগরীতেও আওয়ামী লীগের লোকজন গায়ে পড়ে ঝগড়া লাগানোর চেষ্টা করছে। আমরা এসব কিছুতে কান দিচ্ছি না। সবকিছুর পরও সমাবেশ সফল করা হবে।’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর নূর বলেন, ‘দুপুর ১২টা পর্যন্ত হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে চলে এসেছেন। প্রতিটি জেলা থেকে নেতাকর্মীরা বাধা অতিক্রম করে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছে।’

মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, বারইয়ারহাটে আমাদের ৪জন নেতাসহ উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় অন্তত ১০জন নেতা-কর্মী আহত হয়েছে। এছাড়া গত মঙ্গলবার থেকে বিভিন্ন জায়গায় সরকারি দলের লোকজন মহড়া দিচ্ছে।

এ বিষয়ে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা বিএনপির কোন নেতা-কর্মীর হামলা করেনি। বিএনপি নিজেদের গ্রুপিংয়ের কারণে হয়তো হামলার ঘটনা ঘটতে পারে।

প্রসঙ্গত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, পুলিশের গুলিতে ৫ নেতাকর্মী নিহত ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার চট্টগ্রামে বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।

 

শেয়ার