Top
সর্বশেষ

বাংলাদেশ ফাইন্যান্সের ঋণ খেলাপি মাঈনুদ্দিন মাঈনু গ্রেপ্তার

১৩ অক্টোবর, ২০২২ ৪:১৬ অপরাহ্ণ
বাংলাদেশ ফাইন্যান্সের ঋণ খেলাপি মাঈনুদ্দিন মাঈনু গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :

চেক প্রতারণার মামলায় বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা মামলায় গ্যাংকি চক পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন মাঈনু কে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

গত ৬ অক্টোবর মধ্যরাতে রাজধানীর শান্তিনগরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গ্যাংকি চক পাউডার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে বাংলাদেশ ফাইন্যান্স থেকে ঋণ নিয়েছেন তিনি। সেই ঋণ পরিশোধ না করায় বাংলাদেশ ফাইন্যান্সের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় বছর খানেক আগেই তাকে এক বছরের কারাদণ্ড দেয় আদালত। কিন্তু ধরাছোঁয়ার বাইরে থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। মাঈনুদ্দিন মাঈনু বাংলাদেশ ফাইন্যান্সের নিকট থেকে প্রায় ৭ কেটি টাকা ঋণ নিয়েছে। শুধু বাংলাদশ ফাইন্যান্স নয়, দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপী ও প্রতারণার দায়ে ওইসব প্রতিষ্ঠানগুলো তার বিরুদ্ধে চেক প্রতারণা ও অর্থঋণ মামলা দায়ের করেছেন। ফলে মাঈনুদ্দিন মাঈনু একাধিক মামলার দণ্ডপ্রাপ্ত আসামি বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব লিগ্যাল ব্যারিস্টার এম ইব্রাহীম খলিল।

 

বিপি/ এমএইচ

শেয়ার