Top
সর্বশেষ

ইবিতে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট

১৩ অক্টোবর, ২০২২ ৪:২১ অপরাহ্ণ
ইবিতে মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট
ইবি প্রতনিধি :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মাদক ও জঙ্গিবাদ বিরোধী কনসার্ট’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে ক্যাম্পাসের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই কনসার্টের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল শাখা ছাত্রলীগ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে ভিসি ড. শেখ আব্দুস সালাম, বিশেষ অতিথি প্রো-ভিসি ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার ড. আলমগীর হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট ড. আসাদুজ্জামান, শাপলা ফোরামের সাধারণ সম্পাদক ড. মামুনুর রহমান ও প্রক্টরিয়াল বডির সদস্যরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যান্ড নীল, কে বি মিউজিক অব আস্থা ও ওয়েভ দ্যা ব্যান্ডের শিল্পীরাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

শেয়ার