Top
সর্বশেষ

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

১৪ অক্টোবর, ২০২২ ৪:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪
ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে লিয়াকত আলী (৫০) নামে এক ব্যক্তিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই চাচাত ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে।

(১৪ অক্টোবর) শুক্রবার সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের বাগবেড় এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিন ছেলে। হত্যাকাণ্ডের এ ঘটনায় ৪ জনকে গেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে ৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল নিহত লিয়াকত ও তাঁর ভাইদের। এ অবস্থায় ঘটনারদিন সকালে অভিযুক্ত আব্দুর রউফ ও তার ছেলেরা লিয়াকতদের দখলে থাকা জমি থেকে গাছের গুঁড়ি তুলতে যায়। এতে বাঁধা দেয় নিহত লিয়াকত আলী ও তাঁর ভাইয়েরা। এরই মধ্যে দু’পক্ষের বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তদের হাতে থাকা কুড়াল দিয়ে কুপিয়ে লিয়াকতের মাথায় এবং পিটে গুরুতর জখম করে। এ অবস্থায় লিয়াকতকে উদ্ধারকরে ঈশ্বরগঞ্জ হাসপাতালে নিয়ে আসার সময় তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ হত্যাকাণ্ডের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধারকরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় মামলা রুজু প্রক্রিয়াধীন’।

 

শেয়ার