Top
সর্বশেষ

নিয়ন্ত্রণে এসেছে ইস্টার্ন রিফাইনারির আগুন, তদন্ত কমিট গঠন

১৫ অক্টোবর, ২০২২ ৩:৪৯ অপরাহ্ণ
নিয়ন্ত্রণে এসেছে ইস্টার্ন রিফাইনারির আগুন, তদন্ত কমিট গঠন
মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম :

চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সংস্থাটির নিজস্ব ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়টি নিশ্চিত করে ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিলো। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিলো। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

তিনি আরও বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।

শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

এদিকে, আগুন লাগার ঘটনা সম্পর্কে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বিপিসির পরিচালক (অপারেশন) মোহাম্মদ খালিদ আহমদ ঘটনাস্থল থেকে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি আমরা দেখছি। ’ তিনি আরো বলেন, ‘ইআরএলের বেশ কিছু পাইপ লাইনে সংস্কার ও উন্নয়নের কাজ চলছে। এ সময় হয়তো দুর্ঘটনা ঘটেছে। ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে ইআরএলের জেনারেল ম্যানেজার (অপারেশন) আবু রায়হানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ’

প্রসঙ্গত, ইস্টার্ন রিফাইনারি লিমিটেড বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার। ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। এই শোধনাগারে আরও রয়েছে অনুঘটক পুনর্গঠন ইউনিট, অ্যাসফালট বিটুমিন প্ল্যান্ট এবং মৃদু হাইড্রোক্রাকিং ইউনিট। এটি ২০১৫ সালে সেরা সরকারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়।

শেয়ার