‘‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যে আজ মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এর আয়োজনে জেলা প্রশাসন কার্যালয় থেকে র্যালী রেব হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন।
জেলা সমাজসেবা অধিদপ্তর এর উপপরিচালক মো: আশাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্টানে বক্তৃতা করেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহিদুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্টানে মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম ৬ জন প্রতিবন্ধীর মাঝে ৬টি হুইল চেয়ার ও ১০ জন প্রতিবন্ধীর মাঝে ১০ টি
সাদাছড়ি বিতরণ করেন।