Top
সর্বশেষ
জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক তুরস্কে রিসোর্টে আগুন লেগে ৬৬ জন নিহত

তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০

১৫ অক্টোবর, ২০২২ ৪:৩৮ অপরাহ্ণ
তুরস্কে কয়লা খনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০
নিজস্ব প্রতিবেদক :

তুরস্কের উত্তরাঞ্চলে একটি কয়লার খনিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। খনির ভেতরে এখনও আটকা অনেকে। তাদের জীবিত উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

শুক্রবার (১৪ অক্টোবর) দেশটির বার্তিন প্রদেশের আমাসরা শহরে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (বাংলাদেশ সময় রাত ৯টা) দিকে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু উদ্ধারকাজ তদারকি করতে ঘটনাস্থলে যান। এসময় তিনি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের সময় সেখানে ১১০ জন শ্রমিক কাজ করছিলেন। আটকে পড়া ৫৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। খনির অন্তত ৩০০ মিটার (৯৮৫ ফুট) নিচে এ বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর অফিস ঘটনাটি তদন্ত শুরু করেছে। এদিকে, তুরস্কের জ্বালানিমন্ত্রী ফাতিহ দনমেজ বলেছেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়লাখনিতে থাকা গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে’।

নিখোঁজ হওয়া শ্রমিকদের স্বজনরা এখনও অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ ঘটনায় শনিবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে।

কয়লার খনিটি রাষ্ট্রীয় মালিকানাধীন তুর্কি হার্ড কোল এন্টারপ্রাইজের অন্তর্ভুক্ত। এর আগে ২০১৪ সালে দেশটির পশ্চিমের শহর সোমায় কয়লা খনিতে বিস্ফোরণে ৩০১ জন নিহত হন।

বিপি/এএস

 

শেয়ার