সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাগবাড়ি সান্ড্যালপাড়া গ্রামে কৃষি জমির মধ্যে অবৈধ ভাবে বিশেষ কেমিক্যাল তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে একটি কারখানা উচ্ছেদ করা হয়েছে।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা সুলতানা ও পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালকের নেতৃত্বে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে কারখানাটি উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এ তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে উপজেলার বাগবাড়ি সান্ড্যালপাড়া গ্রামে এক অসাধু চক্র একটি কৃষি জমি ভাড়া নিয়ে চামড়া পুড়িয়ে ও সিদ্ধ করে বিশেষ কেমিক্যাল তৈরি করে আসছিল।
এতে পার্শ্ববর্তী জমির ফসলের ক্ষতির পাশাপাশি চামড়া পোড়ানোর গন্ধে অতিষ্ঠ হয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করে এলাকাবাসী। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারি পরিচালক সহকারি পরিচালক আব্দুল গফুর যৌথ অভিযান পরিচালনা করেন।
অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ কারখানার মালিক ও তার লোকজন পালিয়ে যাওয়ায় সেখানে কাউকে পাওয়া না গেলেও তাৎক্ষণিক কারখানাটি উচ্ছেদ করা হয়েছে।