Top
সর্বশেষ
আইকিএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা মূল্যস্ফীতির প্রভাব: কমছে স্কুল শিক্ষার্থীদের ব্যাংক আমানত ও হিসাব ফ্লাইটে বোমা হামলার আতঙ্ক, শাহজালালে নিরাপত্তা বৃদ্ধি দিনাজপুরে বৃষ্টির মতো ঝরছে শিশির, কর্মজীবী মানুষের দুর্ভোগ আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বিশ্বে করোনায় আরও ৬১৬ মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ

১৬ অক্টোবর, ২০২২ ১১:০৭ পূর্বাহ্ণ
বিশ্বে করোনায় আরও ৬১৬ মৃত্যু, শনাক্ত পৌনে ৩ লাখ
নিজস্ব প্রতিবেদক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৬১৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭৪ হাজার ৫৯১ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন তিন লাখ ২৯ হাজার ২৫২ জন।

এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৭০ হাজার ৮৬৬ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৯৭ লাখ তিন হাজার ৯১৩ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার ৫২৯ জন।

রোববার (১৬ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ফ্রান্সে। এসময়ে দেশটিতে শনাক্তর রোগীর সংখ্যা ৫৫ হাজার ৩৯৪ জন। এ নিয়ে শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে তিন কোটি ৬২ লাখ ১৬ হাজার ৬৩৪ জনে। তবে ২৪ ঘণ্টায় ফ্রান্সে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে মৃতের এক লাখ ৫৫ হাজার ৮১৬ জনই রয়েছে।

করোনায় একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯৮ জন এবং শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮৮৪ জন। এনিয়ে রাশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন লাখ ৮৮ হাজার ৮০৭ জনে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো দুই কোটি ১২ লাখ ৯২ হাজার ২০০ জন।

২৪ ঘণ্টায় তাইওয়ানে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫১০ জন। একই সময়ে মারা গেছেন ৭৭ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৪৩ এবং শনাক্ত ৭১ লাখ ৪২ হাজার ৪১৮ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭০ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৯৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৪১ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ৩৭৪ জন।

২৪ ঘণ্টায় ইতালিতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ৩৮ হাজার ৯৬৮ জন রোগী। এ নিয়ে দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি ৩০ লাখ ৬৯ হাজার ৭৪৫ জনে।

জাপানে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৭ জন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১৩৮ জন। এ নিয়ে জাপানে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হলো দুই কোটি ১৭ লাখ ২৭ হাজার ৯৩৩ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ৮২৩ জন।

ফিলিপাইনে ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু ও দুই হাজার ৩৬৭ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩৯ লাখ ৮০ হাজার ৬২৯ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৪৭৭ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় ২৫ জন, মেক্সিকোতে ১৯ জন, ইন্দোনেশিয়ায় ২০ জন, পোল্যান্ডে ৩১ জন, চিলিতে ১৫ জন, ব্রাজিলে ৯ জনের মৃত্যু হয়েছে।

বিপি/এএস

শেয়ার