Top

নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর

১৬ অক্টোবর, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাংচুর
নড়াইল প্রতিনিধি :

নড়াইল জেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তার করতে ১ নং ওয়ার্ড (কালিয়া উপজেলা) সাধারণ সদস্য পদে প্রার্থী যুবলীগের কালিয়া উপজেলার আহ্বায়ক রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তির নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে কালিয়া পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়। এতে এক গাড়ী চালক আহত হন। শনিবার রাত ১০ টার দিকে কালিয়া পৌর ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৯টা থেকে কালিয়া পৌর ভবনে মেয়র ওয়াহিদুজ্জামার হীরার উপস্থিতিতে প্রতিপক্ষ প্রার্থী শাহীন সাজ্জাদ খান পলাশ ও তার লোকজন মিটিং করছেন এমন খবর পায় এমপি মুক্তি। এরপর রাত ১০ টা ৫ মিনিটে তাঁর সমর্থিত প্রার্থী রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে পৌর ভবনে হামলা চালায়।

এসময় ভবনের নীচতলায় তালাবদ্ধ থাকায় প্রতিপক্ষ প্রার্থী ও তার লোকজনকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং প্রাইভেট গাড়ি ভাঙচুর ও চালককে মারপিট করে। এসময় হামলাকারীরা শর্ট গানের গুলি ছোঁড়ে।

এ প্রসঙ্গে কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামার হীরা বলেন,‘পরিকল্পিতভাবে এমপি মুক্তি সমর্থিত প্রার্থী রবিউল ইসলাস খানকে সঙ্গে নিয়ে তাঁর নেতৃত্বে একদল স্বসস্ত্র ক্যাডার বাহিনী পৌর ভবনে হামলা ও ভাঙচুর চালায়। বিষয়টি সিসিটিভি ফুজেজে ধারণ করা আছে। এটি ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে কালিয়া থানার ওসি শেখ তাসমীম আলম বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছায়। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার